সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা
হাসপাতালটি প্রতিশ্রুতিবদ্ধ যে আধুনিক চিকিৎসা সেবা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্যও সহজলভ্য থাকবে।
---
স্বল্প খরচে শিশু ও নবজাতক চিকিৎসা
শিশু বিভাগ, NICU ও PICU–তে উন্নত চিকিৎসা ব্যবস্থা তুলনামূলকভাবে কম খরচে প্রদান করা হয়।
ইনকিউবেটর, সিপ্যাপ (CPAP) মেশিন, ফটোথেরাপি ইত্যাদি সুবিধা মেট্রোপলিটন হাসপাতালের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায়।
দিন-রাত ভর্তি ও জরুরি সেবা প্রদান করা হলেও উচ্চ জরুরি ফি আরোপ করা হয় না, ফলে পরিবারের পক্ষে খরচ সামলানো সহজ হয়।
---
সাশ্রয়ী মূল্যে ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা
প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবা যেমন ইসিজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, হরমোন টেস্ট, ভিটামিন-ডি, ট্রপোনিন-আই, ইলেক্ট্রোলাইটস ইত্যাদি খুবই সহনীয় মূল্যে প্রদান করা হয়।